মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করতেছি: হিরো আলম
বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩, ২০:৫৩

দেশের সংস্কৃতি অঙ্গনের রুচির অবক্ষয়ের কথা প্রসঙ্গে হিরো আলম ব্যাপক আলোচনায় এসেছিলেন। এর প্রতিবাদ জানাতে লাইভেও এসেছিলেন তিনি। সেসময় তার এ লাইভ দেশব্যাপী ভাইরাল হয় যা নিয়ে পুরো শোবিজ অঙ্গন ছিল উত্তাল।
|আরও খবর
শনিবার সন্ধ্যা ৭টার দিকে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন হিরো আলম।
স্ট্যাটাসে তিনি লেখেন, মানুষের রুচি পরিবর্তন করার চেষ্টা করতেছি সবাই দোয়া রাখবেন। কলকাতার ঐতিহ্যবাহী লোকেশনে শুটিং চলছে। পরিচালনায় আলী জুলফিকার জিহাদী। ভিন্ন রকম আরেকটি মিউজিক ভিডিও।
স্ট্যাটাসের সঙ্গে হিরো আলম কয়েকটি ছবিও জুড়ে দেন। ছবিতে তাকে ফরমাল পোশাক পরতে দেখা যাচ্ছে।
গেল মাসের শেষের দিকে অর্থাৎ রমজানের শুরুর দিকে একটি ইসলামি গান মুক্তি দিয়েছেন হিরো আলম। গানটির শিরোনাম ‘মাহে রমজান’। কথা ও সুর করেছেন আব্দুল কাদির হাওলাদার।
বাংলাদেশ জার্নাল/জিকে