ঢাকায় আসছেন অনুপম, সঙ্গে থাকছে তালপাতার সেপাই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৩, ১৫:০৮ আপডেট : ০৩ জুন ২০২৩, ১৬:০৫

নারায়ণগঞ্জের পর এবার ঢাকার মঞ্চ মাতাতে আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। তাকে নিয়ে আগামী ৬ জুলাই ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।
|আরও খবর
অনুপম ছাড়াও ভারতীয় ব্যান্ড তালপাতার সেপাই, কোক স্টুডিও বাংলার সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব এবং বাংলাদেশি ব্যান্ড মেঘদল পারফর্ম করবে।
শুক্রবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম। তিনি বলেন, ইতোমধ্যেই অনুপম রায়ের সঙ্গে তারা কথা বলে বিষয়টি চূড়ান্ত করেছেন। অনপুম রায় ছাড়াও এ কনসার্টে আরও থাকছে কলকাতার আরেক ব্যান্ড তালপাতার সেপাই, ঢাকার অর্ণব ও মেঘদল।
শবনম আরও বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে টিকিটের দাম চূড়ান্ত করা হবে। জুনের মাঝ সময় থেকে টিকিট বিক্রি শুরু হবে কনসার্টের।
এর আগে, গত ১০ মার্চ ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে নারায়ণগঞ্জ ক্লাবে ১৩০ বছর পূর্তি উপলক্ষ্যে পারফর্ম করেন। সেই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নাচগানে মাতিয়ে তোলেন ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব। তবে অনুষ্ঠানটি শুধুমাত্র নারায়ণগঞ্জ ক্লাবের সদস্যদের জন্য উন্মুক্ত ছিল।
উল্লেখ্য, ২০১০ সালে ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে ব্যাপক সাড়া ফেলেন অনুপম রায়। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সঙ্গীত পরিচালনার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। পরে ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক।
বাংলাদেশ জার্নাল/আরআই