পুঁজিবাজারে ১৯৯৬ ও ২০১০ এর মতো কেলেঙ্কারি আর হবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২১, ১৬:০৯ আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ১৭:০৩

পুঁজিবাজারে ১৯৯৬ ও ২০১০ এর মত কেলেঙ্কারি আর হবে না বলে জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটিকে প্রতিশ্রুতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
|আরো খবর
বৈঠকে সবাই উপস্থিত না থাকলেও চারজন সদস্যের উপস্থিতিতে কোরাম হয়েছিলো। আগামী বৈঠক হবে ৩০ নভেম্বর।
কমিটিকে বিএসইসি জানা্য় , পুঁজিবাজারে তারল্য ওঠানামা অনেকাংশে মুদ্রাবাজারের নীতিগত সিদ্ধান্তের নির্ভরশীল। আর কারসাজি হয় কতিপয় অসাধু ব্যক্তির যোগসাজশে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাটি বলেছে, ১ হাজার ৫৯৫টি বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান এবং ব্যাংক, বিমাসহ ৩৪৩টি তালিকাভুক্ত কোম্পানির নিয়ন্ত্রণ ও উন্নয়নে বিএসইসি কাজ করছে। কারসাজি নিয়ন্ত্রণে ২০১০ সাল থেকে এ পর্যন্ত ২ হাজার ৩৪৮টি শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে, যার মধ্যে বর্তমান কমিশনই নিয়েছে ৬২২টি।
বাংলাদেশ জার্নাল/ আ,র