সূচকের উত্থানে বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৬:২০

গতকাল নামমাত্র উত্থান হলেও সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার বড় উত্থান হয়েছে পুঁজিবাজারে । এদিন সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই শেয়ার ও ইউনিট দর কমেছে।
|আরো খবর
আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৭২ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৮৯.৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে আজ ১ হাজার ৭৩৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২২ কোটি ৭০ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৭১২ কোটি ৮৭ লাখ টাকার।
ডিএসইতে আজ ৩৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১৭০টির এবং ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই ) তে আজ ৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আ,র/এএম