তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ইউনিয়ন ব্যাংক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৩৫

আইপিও প্রক্রিয়া সম্পন্ন করার পর বুধবার থেকে পুঁজিবাজারে লেনদেন শুরু হতে যাওয়া ইউনিয়ন ব্যাংকের চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৮ টাকা।
|আরো খবর
আগের অর্থবছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস হয়েছিল ২.০৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.১১ টাকা বা ৫ শতাংশ বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬৫ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ১.০৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৪৩ টাকা বা ৪০ শতাংশ কমেছে।
২০২১ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.৫২ টাকায়।
বাংলাদেশ জার্নাল/আ'র/আরকে