ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জন হাসপাতালে
জার্নাল ডেস্ক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ১৬:১৭

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় একজন এবং অপরজন ঢাকার বাইরে।
|আরো খবর
এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ১৫ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে সাতজন ও অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি রয়েছেন আটজন।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত হাসপাতাল ও ক্লিনিকে মোট ১১৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এসময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন।
গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু জ্বরে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। ডেঙ্গু জ্বরে মারা যান ১০৫ জন।
বাংলাদেশ জার্নার/এমএস