এক দিনে হাসপাতালে দুই ডেঙ্গুরোগী
জার্নাল ডেস্ক
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২২, ১৭:০১ আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৭:০৫
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন দুজন। এদের মধ্যে একজন ঢাকায় ও অপরজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে সারাদেশের হাসপাতালে ভর্তিকৃত মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে ঢাকায় দুজন ও ঢাকার বাইরে একজন ভর্তি রয়েছেন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ এপ্রিল পর্য়ন্ত সারাদেশের হাসপাতালে সর্বমোট ১৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। তাদের মধ্যে জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারি ও মার্চে ২০ জন এবং ১২ এপ্রিল পর্যন্ত আটজন ভর্তি হন। ভর্তিকৃত রোগীদের মধ্যে সুস্থ হয়ে এরই মধ্যে বাড়ি ফিরে গেছেন ১৭১জন।
বাংলাদেশ জার্নাল/এমএম