ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

রোববার দিনটি কেমন যাবে আপনার

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২২, ০৩:৪৫  
আপডেট :
 ১৯ জুন ২০২২, ০৩:৫২

রোববার দিনটি কেমন যাবে আপনার

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।

মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে।

মেষ: অতিরিক্ত আশার ফলে বিবাদ বাধতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি। শারীরিক সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে।

বৃষ: সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে। আজ বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল। মামলায় জড়িয়ে পড়ার আশঙ্কা আছে।

মিথুন: কোনও বিবাদ মারামারি পর্যন্ত গড়াতে পারে। আজ সারা দিন ব্যবসা ভাল চললেও দুশ্চিন্তা থাকবে। কারও জিনিসের দায়িত্ব নেবেন না।

কর্কট: সকালের দিকে অশান্তির জন্য মন ভাল থাকবে না। আজ কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। শরীরের কোনও অংশে খুব ব্যথার সৃষ্টি হতে পারে।

সিংহ: বাড়িতে ভাল খবর আসতে পারে। আজ নতুন কাজের সন্ধান করতে হতে পারে। অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি বাধতে পারে।

কন্যা: অতিরিক্ত কাজের জন্য ক্লান্তি আসতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় পা দেবেন না।

তুলা: মানসিক উদ্বেগের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। প্রিয় জনের চিকিৎসার কাজে খরচ হতে পারে। পরিবারে আর্থিক অনটন দেখা দিতে পারে।

বৃশ্চিক: আজ অপরকে খুশি করতে গিয়ে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন।

ধনু: সঙ্গীতে সুনাম বাড়তে পারে। আজ অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কোনও কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়।

মকর: বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন, অশান্তি বাধতে পারে। আজ কারও সমালোচনা করতে যাবেন না। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না।

কুম্ভ: ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। কাউকে উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। বাড়ি তৈরির শুভ সময় আসছে। দাম্পত্য সুখ বজায় থাকবে।

মীন: আজ সঞ্চয় ও ব্যয় দুটোই সমান থাকবে। বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত