প্রিয়জনকে পাঠিয়ে দিন দারুণ সব নিউ ইয়ারের স্টিকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২১, ১৯:২৯ আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৯:৩৫

নতুন বছরকে বিদায় জানাবার প্রথম ধাপই হল প্রিয়জনকে এই লগ্নে বার্তা পাঠানো। এখন সবটাই সোশ্যাল মিডিয়া নির্ভর। মানুষ এখন হোয়াটসঅ্যাপ স্টিকার পাঠিয়েও প্রিয়জনকে শুভেচ্ছা জানাচ্ছেন।
|আরো খবর
কী ভাবে দারুণ সব হোয়াটসঅ্যাপ স্টিকার ডাউনলোড করবেন, জেনে নিন
১. প্রথমে গুগল প্লে'তে যান এবং New Year 2022 stickers for WhatsApp টাইপ করুন
২. গুগল নানা স্টিকারের অপশন দেখাবে, আপনার যেটা পছন্দ হবে সেটা বেছে নিন।
৩. কোনও কোনও অ্যাপ অ্যানিমেটেড এবং কাস্টমাইজড স্টিকারও অফার করে। এগুলি থেকেও আপনি বেছে নিতে পারেন। তবে দেখে নিন সেটা ঠিকঠাক খুলছে কিনা।
৪. চূড়ান্ত ভাবে বেছে নেয়ার পরে এবার নিজের হোয়াটসঅ্যাপে যান, যাকে আপনি উইশ করতে চান তার নামের চ্যাট উইন্ডোতে ঢুকে প্রথমে স্মাইলি আইকন দিন। এবার স্টিকার সেকশনে যান এবং ক্লিক করুন।
৫. এবার আপনি আপনার বেছে নেয়া স্টিকারটা এখানে দেখতে পাবেন।
ব্যস হয়ে গেল। আপনার পছন্দের স্টিকার চলে গেল আপনার পছন্দের মানুষটির কাছে। সঙ্গে গেল আপনার মনের একমুঠো উষ্ণতা, ভালোবাসা ও অনুভূতি। সূত্র: জি নিউজ
বাংলাদেশ জার্নাল/এমএস