ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

জেফ বেজোসকে টপকে শীর্ষ ধনী এলন মাস্ক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২১, ০৪:১৭  
আপডেট :
 ০৮ জানুয়ারি ২০২১, ০৪:২৩

জেফ বেজোসকে টপকে শীর্ষ ধনী এলন মাস্ক
টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। ছবি: সংগ্রহ।

জেফ বেজোসকে টপকে বিশ্বের শীর্ষ ধনীর তকমা জিতেছেন মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক। বিবিসি ও ব্লুমবার্গের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এখন তিনি ১৮৫ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সম্পদের মালিক। টেসলার শেয়ারের দাম ক্রমাগত বৃদ্ধির ফলে বৃহস্পতিবার তিনি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে আসেন।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স প্রকাশিত এ বছরের শীর্ষ ৫০০ সম্পদশালীর তালিকার প্রথমে এসেছে প্রথাবিরোধী ধনকুবের এলন মাস্কের নাম। এর আগে, ২০১৭ সাল থেকে ওই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছিলেন আরেক ধনকুবের জেফ বেজোস।

এদিকে, ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের সর্বশেষ হিসাব অনুযায়ী, এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ ১২১ বিলিয়ন মার্কিন ডলার। যা, জেফ বেজোসের মোট সম্পদের তুলনায় তিন বিলিয়ন ডলার বেশি।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত