ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

হেগের আদালতে ইরানের কাছে যুক্তরাষ্ট্রের হার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ মার্চ ২০২১, ১৭:০৪  
আপডেট :
 ০৪ মার্চ ২০২১, ১৭:১৫

হেগের আদালতে ইরানের কাছে  যুক্তরাষ্ট্রের হার
হেগের আদালত - ছবি : সংগৃহীত।

আলজিয়ার্স চুক্তি লঙ্ঘনে ইরানকে যুক্তরাষ্ট্রের দিতে হবে ৩৭ মিলিয়ন ডলার। ইরানের দায়ের করা মামলায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এ রায় দেয় হেগের একটি আদালত। প্রেসটিভি ও পার্সটুডের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

আদালতের রায় অনুযায়ী ইরানকে এখন তিন কোটি ৭০ লাখ ডলার অর্থ দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ১৯৮১ সালে স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি লঙ্ঘন করার জন্য ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওই মামলা করে।

আলজিয়ার্স চুক্তি অনুসারে যুক্তরাষ্ট্রে আটক ইরানের সম্পদ ফেরত দেয়ার কথা ছিল কিন্তু মার্কিন অর্থ বিভাগ সে সম্পদ ফেরত দিতে বাধা দিয়েছে কিংবা দেরি করেছে। এরপর ইরান হেগের আদালতে ওই মামলা করে।

বুধবার ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের আন্তর্জাতিক আইন বিষয়ক কেন্দ্র থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, হেগের আদালত ইরানের দাবির পক্ষে রায় দিয়েছে যার কারণে যুক্তরাষ্ট্র এখন ইরানকে ক্ষতিপূরণের অর্থ দিতে বাধ্য হবে।

ওই মামলায় ১৯৯২ সালে আদালত প্রাথমিক রুলিং ইস্যু করে। চূড়ান্ত রায়ে ইরানকে দুই কোটি ৯০ লাখ ডলার দেয়ার নির্দেশ দিয়েছে আদালত, আর অর্থ দিতে দেরি হলে আরো ৮০ লাখ ডলার দিতে হবে।

হেগের আদালতের যে ট্রাইব্যুনালে মামলার বিচার হয়েছে তাতে ইরান ও যুক্তরাষ্ট্র নিজেদের পক্ষে তিনজন করে আইনজীবী নিয়োগ দিয়েছিল।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত