ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

১১ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ মে ২০২১, ১৯:২৮  
আপডেট :
 ২৯ মে ২০২১, ১৯:৩৫

১১ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার সৌদির
ছবি: সংগৃহীত

করোনা সংক্রমণ রোধে ১১ দেশের ওপর জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব। ঘোষণা অনুযায়ী, রোববার থেকে এসব দেশের ভ্রমণকারীরা দেশটিতে প্রবেশ করতে পারবেন। তবে সেখানে তাদের কোয়ারেন্টাইন নিয়ম মানতে হবে।

শনিবার সৌদি আরবের সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা দেশগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, ইতালি, পর্তুগাল, যুক্তরাজ্য, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স ও জাপান। করোনাভাইরাস মহামারির কারণে এসব দেশকে ভ্রমণের লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছিল সৌদি আরব।

বার্তা সংস্থাটি জানিয়েছে, এসব দেশের নাগরিকদের এখন থেকে সৌদি আরবে প্রবেশে বাধা নেই। তবে সেখানে পৌঁছে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এরপর তাদের বাধ্যতামূলকভাবে পিসিআর টেস্ট করাতে হবে। টেস্টের ফলাফল নেগেটিভ হলেই পরের দিন বাইরে বেরোনোর অনুমতি দেয়া হবে।

তবে করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর ওপর সৌদি আরবের ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল রেখেছে সৌদি কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ভারতে একদিনে আরো ৩৬১৭ জনের মৃত্যু

মহামারি নির্মূলে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে হবে: ডব্লিউএইচও

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত