ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

অবৈধ ইন্দোনেশীয়দের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২১, ২১:৪৭

অবৈধ ইন্দোনেশীয়দের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া
সংগৃহীত ছবি

অনিবন্ধিত কয়েক হাজার ইন্দোনেশীয় শ্রমিককে নিজ দেশে ফেরত পাঠাতে যাচ্ছে মালয়েশিয়ার সরকার। করোনা পরিস্থিতি ভয়ঙ্কর আকার ধারণ করার প্রেক্ষিতে এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। খবর ডয়চে ভেলের।

প্রথম ধাপে ৭২০০ জন ইন্দোনেশীয় অভিবাসীকে ফেরত পাঠাবে মালয়েশিয়া। এ ক্ষেত্রে বিভিন্ন ক্যাম্পে থাকা নারী-শিশুদের অগ্রাধিকার দেয়া হবে।

২৮ জুন পর্যন্ত থাকা লকডাউনের মধ্যেই অনিবন্ধিত শ্রমিকদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে তাদের ফেরত পাঠানোর ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হয়নি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বেসরকারি সংস্থা মাইগ্রেন্ট কেয়ারের প্রতিষ্ঠাতা ওয়াহিয়ু সুসিলো জানিয়েছেন, অনিবন্ধিত শ্রমিকদের আটক ও ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলেও তাদের সামাজিক সহায়তা এবং অন্যান্য সেবার ব্যাপারে কোনো ব্যবস্থাই রাখা হয়নি।

তিনি বলেন, এমনকি তাদের দেশে ফেরত পাঠানোর পর পুনর্বাসনের জন্য কী ব্যবস্থা নেয়া হবে, সে ব্যাপারেও কেউ কিছুই জানে না।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া ছাড়াও মিয়ানমার, নেপাল ও বাংলাদেশের কয়েক লাখ অনিবন্ধিত শ্রমিক মালয়েশিয়ায় কৃষি, নির্মাণ ও শিল্পকারখানায় কাজ করেন।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত