ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩১ মিনিট আগে
শিরোনাম

কানাডায় ৪ মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২১, ২২:৩১

কানাডায় ৪ মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ
সংগৃহীত ছবি

কানাডায় ট্রাক চাপায় এক মুসলিম পরিবারের ৪ সদস্যকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।

শুক্রবার কানাডার অন্টারিও শহরের লন্ডন নামক এলাকায় ৭ কিলোমিটার রাস্তা জুড়ে বিক্ষোভ মিছিল করেন তারা। র‍্যলির সময় তাদের হাতে ছিল নানা ধরনের প্রতিবাদী প্ল্যাকার্ড।

হামলার স্থান লন্ডন শহর থেকে শুরু করে হামলাকারীকে যেখান থেকে আটক করা হয় সেখানে গিয়ে শেষ হয় র‍্যলি।

এর আগে গত সোমবার কানাডার ওন্টারিওতে একটি মুসলিম পরিবারের ওপর ট্রাক চালিয়ে দেয়ায় ওই পরিবারের ৫ সদস্যের মধ্যে ৪ জনই নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী। তবে দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে ৯ বছর বয়সী এক শিশু।

২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যান নামের এক যুবক ওই হামলা চালিয়েছেন। পূর্বপরিকল্পিতভাবে তিনি এ হামলা চালিয়েছেন, যাকে বিদ্বেষমূলক অপরাধ হিসেবে দেখছেন অনেকে। হামলার পর নাথানিয়ালকে আটক করেছে কানাডিয়ান পুলিশ।

এদিকে এ ঘটনায় উদ্বেগ জানিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত