ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে ত্রিপুরার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২১, ১৭:১৫

পরীক্ষা নেয়ার সিদ্ধান্তে ত্রিপুরার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি
সংগৃহীত ছবি

করোনাভাইরাসের মধ্যে ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসআই।

রোববার দুপুরে হঠাৎ করেই আগরতলার ক্যাপিটাল কমপ্লেক্সের মহাকরণের মূল গেটের সামনে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, এই মহামারীর মধ্যেও সরকার পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে ছাত্র-ছাত্রীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। অবিলম্বে পরিক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে এবং শিক্ষামন্ত্রী রতন লাল নাথকে পদত্যাগ করতে হবে।

রাজ্য সরকার যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান তারা।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত