ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সাংবাদিক অপহরণের চেষ্টায় যুক্তরাষ্ট্রে চার ইরানী অভিযুক্ত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ১৩:০০

সাংবাদিক অপহরণের চেষ্টায়  যুক্তরাষ্ট্রে চার ইরানী অভিযুক্ত
সাংবাদিক মাসিহ আলিনেজাদ। ছবি : আল জাজিরা

নিউ ইয়র্কে ইরানী-বংশদ্ভূত মার্কিন সাংবাদিক মাসিহ আলিনেজাদকে অপহরণের চক্রান্ত করার অভিযোগে ইরানের চার ব্যক্তিকে অভিযুক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা। ধারণা করা হচ্ছে, এ চারজন ইরানের গোয়েন্দা সংস্থার লোক। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানী-বংশদ্ভূত মার্কিন সাংবাদিক মাসিহ আলিনেজাদ ভয়েস অব আমেরিকার ফার্সি ভার্সনে কাজ করেন। তিনি ইরানে কথিত মানবাধিকার লঙ্ঘনের নানা বিষয় তুলে ধরেন। ইরান সরকারের একজন কঠোর সমালোচক হিসেবেও তার পরিচিতি রয়েছে।

নিউ ইয়র্কে সাউদার্ন ডিস্ট্রিক্টে মার্কিন আইনজীবী এন্ড্রু স্ট্রস বলেন, ইরানের চার ব্যক্তি সাংবাদিক মাসিহ আলিনেজাদকে যুক্তরাষ্ট্র থেকে ইরানে ফিরিয়ে নিতে চেয়েছিলেন।

ইরানের এ চার নাগরিক হলেন - আলীরেজা শাভারগি ফারহানি ওরফে ভেজরাত সেলিমি ওরফে হজ আলী, মাহমুদ খাজাইন, কিয়া সাদেগি ও অমিদ নূরী। তাদের মধ্যে হজ আলী ইরানের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। ২০২০ সালের জুন থেকে তারা এ চক্রান্ত করছেন।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত