ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জাভিদ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১৮:৫৩

ক্ষমা চাইলেন ব্রিটিশ  স্বাস্থ্যমন্ত্রী জাভিদ
ছবি : বিবিসি

করোনা ভাইরাসের কারণে ‘ভয়ে জড়োসড়ো’ হয়ে পড়ার প্রয়োজন নেই - এমন মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এক সপ্তাহে করোনা থেকে ‘পুরোপুরি সেরে উঠা’র ঘোষণা দিতে গিয়ে এক টুইটে তিনি এ মন্তব্য করেছিলেন। খবর বিবিসির।

এক সপ্তাহ আগে করোনা পজেটিভ হয়েছিলেন জাভিদ। এরপরই তিনি স্বেচ্ছায় কোয়ান্টিনে যান। এবার সুস্থ হয়ে টুইট করেই বিতর্ক উসকে দিলেন। বিরোধী দল লেবার পার্টি সদস্যরা বলছেন, যারা করোনার বিধিনিষেধ মানছেন, তাদের প্রতি অবজ্ঞা দেখিয়েছেন জাভিদ।

এ প্রেক্ষাপটে ক্ষমা চেয়ে ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এটা ছিল দুর্বল শব্দচয়ন এবং আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’ প্রসঙ্গত, করোনা আক্রান্ত হওয়ার আগে ব্রিটিশ এ মন্ত্রী করোনা দুই ডোজ টিকাই গ্রহণ করেছিলেন।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত