ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

সন্তানদের কাছে ফিরতে পারছেন না বাংলাদেশি দম্পতি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৮:১৫  
আপডেট :
 ২৯ জুলাই ২০২১, ১৮:১৯

সন্তানদের কাছে ফিরতে  পারছেন না বাংলাদেশি দম্পতি
ফাইল ছবি। টাইমস অব ইন্ডিয়া

ভ্রমণ সংশ্লিষ্ট জরুরি কাগজপত্রের অভাবে দেড় মাসের বেশি সময় ধরে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে আটকা পড়ে আছেন এক বাংলাদেশি দম্পতি। খুলনায় নিজ বাড়িতে তিন শিশু সন্তানের কাছে ফিরতে পারছেন না তারা। বুধবার টাইমস অব ইন্ডিয়া জানায়, বাংলাদেশ থেকে ভ্রমণ সংক্রান্ত জরুরি কাগজপত্র না থাকায় মুহাম্মদ ও তার স্ত্রী মাজিদা পুনের ফরাসখানা পুলিশ স্টেশনে দেড় মাসের বেশি সময় ধরে আটকে আছেন।

পুনে শহরে অবৈধভাবে অবস্থান করার জেরে দুই বছর কারাবাসের পর গত জুনে তারা মুক্ত হন। পুলিশ বলছে, মুহাম্মদকে বাংলাদেশে পাঠানোর রাষ্ট্রিয় আদেশ (ডিপোর্টেশন অর্ডার) প্রস্তুত রয়েছে। কিন্তু মুম্বাইয়ে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন থেকে তাদের এমার্জেন্সি ট্রেভেল সার্টিফিকেট বা ভ্রমণ সংক্রান্ত জরুরি কাগজ এখনও সরবরাহ করা হয়নি। এ কারণে তারা দেশে ফিরতে পারছেন না।

সন্তানদের ছবি দেখিয়ে মাজিদা ভারতের সংবাদমাধ্যমটিকে বলেন, ‘আমাদের তিন সন্তান - মেয়ে খাদিজা (১২) এবং দুই ছেলে রিয়াজ (১০) ও বৃষ্টি (৮)। তিনি বলেন, ‘এক পুলিশ ভাইয়া আমাকে আমার সন্তানদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন। তারা বাংলাদেশের খুলনা শহরের কাছে দুমুরাই গ্রামে তাদের দাদির কাছে থাকেন।’

সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে কাতর মাজিদা বলেন, ‘আমি আমার সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তাদের কাছে কোনো অর্থ নেই; বৃদ্ধা দাদি ছাড়া তাদের দেখভাল করারও তেমন কেউ নেই।’

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত