ঢাকা, রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

ভারতে আবারো সংক্রমণ বৃদ্ধি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২১, ১০:৫৩  
আপডেট :
 ৩০ জুলাই ২০২১, ১০:৫৮

ভারতে আবারো সংক্রমণ বৃদ্ধি
সংগৃহীত ছবি।

ভারতে গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন। একই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। এর আগে বৃহস্পতিবার আক্রান্ত হয়েছিলেন ৪৩ হাজার ৫০৯ জন এবং মৃত্যু হয়েছিলো ৬৪০ জনের।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৫ লাখ ৭২ হাজার ৩৪৪ জন মানুষ, মৃত্যু হয়েছে চার লাখ ২৩ হাজার ২১৭ জনের।

গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিলো ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।

গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে। মাঝে আক্রান্তের হার ও মৃত্যু কমে আসে। কিন্তু এর মধ্যে ফের মৃত্যু বেড়ে যাওয়ায় ভারতের জন্য অশনিসংকেত।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত