ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

সেই উহানে নতুন রূপে করোনা, সব বাসিন্দাকে পরীক্ষার সিদ্ধান্ত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২১, ১৫:৫৯  
আপডেট :
 ০৩ আগস্ট ২০২১, ১৬:১৬

সেই উহানে নতুন রূপে করোনা, সব বাসিন্দাকে পরীক্ষার সিদ্ধান্ত
প্রতীকী ছবি

মধ্য চীনের হুবেই প্রদেশের রাজধানী শহর উহান। শহরটি এখন বিশ্বের সব দেশের মানুষের কাছে পরিচিত। কারণ, সেখানেই করোনা ভাইরাসে সংক্রমিত প্রথম ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল, যা বিশ্বব্যাপী প্রায় অর্ধকোটি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

বিশ্বে যখন করোনার সংক্রমণ ক্রমেই বাড়ছিল, তখন চীনের উহানে ক্রমেই নিঃশেষ হয়ে পড়ছিল করোনার দাপট। এক সময় উহান থেকে বিদায় হয় করোনা। এক বছরের বেশি সময় পর সেই উহানে আবার করোনার সংক্রমণ ধরা পড়েছে এবং বাড়ছে।

বিবিসির খবরে বলা হয়, উহানে স্থানীয়ভাবে করোনা সংক্রমিত হয়েছেন, এমন সাতজনের সন্ধান পাওয়া গেছে। এ প্রেক্ষাপটে মঙ্গলবার উহান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, তারা শহরের সব বাসিন্দার করোনা পরীক্ষার করাবেন।

এনডিটিভি জানায়, উহানে এক কোটি ১০ লাখের মতো বাসিন্দা রয়েছেন। উহানের কর্মকর্তা লি তাও বলেন, সব বাসিন্দাদের ‘দ্রুতই বিস্তৃত নিওক্লিক এসিড টেস্ট নেওয়া হবে।’ প্রসঙ্গত, চীনে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে। গত ১০ দিনে চীনে অন্তত ৩০০ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার নতুন ধরন ডেল্টা আঘাত হেনেছে দেশটিতে।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত