ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৯ মিনিট আগে
শিরোনাম

থাইল্যান্ডে করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ১৮৮

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১৬:১০

থাইল্যান্ডে করোনা শনাক্তে নতুন রেকর্ড, মৃত্যু ১৮৮
ছবি: আল জাজিরা

করোনা ভাইরাসে বিপর্যস্ত অবস্থায় দিন পার করছে থাইল্যান্ড। বুধবার সেখানে একদিনে রেকর্ড ২০ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে; মৃত্যু হয়েছে ১৮৮ জনের। ক্রমেই করোনার সংক্রমণ বেড়ে চলেছে দেশটিতে। বুধবার আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত বছর বিশ্বব্যাপী এ ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত থাইল্যান্ডে একদিনে এতো লোকের করোনা শনাক্ত হয়নি। করোনার কারণে থাইল্যান্ডের বিভিন্ন শহরে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের সূত্রে জানা গেছে, দেশটিতে এ পর্যন্ত করোনা সংক্রমিত লোকের সংখ্যা ৬ লাখ ৭২ হাজার ৩৮৫ জন। মারা গেছেন ৫ হাজার ৫০৩ জন।

এর আগে থাইল্যান্ডে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ছিল ১৮ হাজার ৯১২ জন, যা গত শনিবারে ঘটে। ওই দিন মারা যান ১৭৮ জন।

করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় থাই সরকার ব্যাংককসহ উচ্চ ঝুঁকিতে থাকা প্রদেশগুলোর প্রধান প্রধান শহরে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। চলতি মাসের শেষ পর্যন্ত এ বিধিনিষেধ থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

থাইল্যান্ডেও করোনার উচ্চ সংক্রমণ ক্ষমতার ভারতীয় ধরন বা ডেল্টার প্রকোপ দেখা গেছে। এ ছাড়া দেশটির আলফা ধরনেরও রোগি শনাক্ত করা হচ্ছে।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত