ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:২৭  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩:৩৩

দিল্লিতে ডেঙ্গুর প্রকোপ ঊর্ধ্বমুখী
ছবি সংগৃহীত

ভারতের রাজধানী নয়া দিল্লিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আবহাওয়া দপ্তর সামনের কয়েক মাসে আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় মশার বংশবৃদ্ধির সুযোগও বাড়বে।

এই বছর দিল্লিতে ১৫৮ জন রোগী পাওয়া গেছে। যেখানে গত বছর এই সময় পর্যন্ত রোগীর সংখ্যা ছিলো ১৩১। এর মধ্যে এ বছর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই পাওয়া গেছে ৩৪ ডেঙ্গু রোগী। খবর হিন্দুস্থান টাইমসের।

তবে নগর কর্মকর্তাদের দাবি আক্রান্তের পরিমাণ স্বাভাবিকের চেয়ে ২/৩ গুণ বাড়লেই কেবল পরিস্থিতি আশঙ্কাজনক বলে মনে করা হয়।

এদিকে দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি নির্মাণাধীন এলাকা এবং সরকারি কার্যালয়ের যেসব স্থানে মশা বংশবৃদ্ধি করতে পারে সেসব স্থানে ব্যাপক আকারে মশা নিধন কার্যক্রম চালানো হয়েছে।

এদিকে পূর্ব দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশন মাসব্যাপী মশা নিধন কার্যক্রম শুরু করেছে। এছাড়া সেখানে চারটি জ্বর চিকিৎসার হাসপাতাল চালু করা হয়েছে। এক কর্মকর্তা বলেন, আক্রান্তের সংখ্যা বাড়ছে আর আমরা নতুন গাইডলাইন জারি করেছি।

উল্লেখ্য, ২০১৬ সালে দিল্লিতে ১৭১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। পরের বছর তা বেড়ে হয় ২৫১ জনে। এরপর ২০১৮ সালে ৬৪ তে নেমে আসে। ২০১৯-এ তা ৪৭-এ কমে আসে।

বাংলাদেশ জার্নাল / এএম/আর

  • সর্বশেষ
  • পঠিত