ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, ভবানীপুরে মমতা

  ময়ুখ বসু, কলকাতা

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৪

না জিতলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হবে, ভবানীপুরে মমতা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত

আগামী ৩০ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচন। তার আগে এ আসনে জমে উঠেছে ভোটের প্রচার। বুধবার ভবানীপুর আসনের খিদিরপুরে নির্বাচনী প্রচার চালান ওই আসনের তৃণমূল প্রার্থী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বলেন, ‘অনেকে ভাবছেন, দিদি (মমতা বন্দ্যোপাধ্যায়) এমনিতেই জিতে যাবেন। কিন্ত আপনারা আমাকে ভোট না দিলে আমাকে পাবেন না।’ তিনি বলেন, ‘আপনাদের ১০০ জনের মধ্যে ১০০ জনের ভোটই আমার চাই। আপনাদের একটা ভোট আমার জন্য ভীষণ উপকারি। আপনারা আমাকে ভোট না দিলে খুব ক্ষতি হয়ে যাবে। আমি না জিতলে মুখ্যমন্ত্রী হতে পারবো না। তাহলে অন্য কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবে।’

মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গে গত বিধানসভা নির্বাচনে আমি নন্দীগ্রামে লড়াই করতে গিয়েছিলাম। নন্দীগ্রামের ভোটের ফলাফল নিয়ে আদালতে মামলা চলছে। কীভাবে সেখানে আমাকে হারানো হয়েছে, তা আপনারা সকলেই জানেন।’

তিনি বলেন, ‘আমাকে নন্দীগ্রামে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছিলো। আসলে আমি যে ভবানীপুরে ভোটে দাঁড়াবো তা হয়তো আমার ভাগ্যে লেখা ছিলো।’

মমতা বলেন, ‘আমি সাতবার সংসদ সদস্য হয়েছি। প্রতিবারই খিদিরপুর আমার সঙ্গে ছিলো। ২০১১ সালের উপনির্বাচনেও আমি জিতেছি। আল্লাহ মেহেরবান, মা দুর্গা, কালীমায়ের ইচ্ছা এটাই। আপনাদের ছেড়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

মমতা সভা মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করে বলেন, ‘বিজেপিকে দেশ ছাড়া করবো। ভোটের ময়দানে দেখা হবে বিজেপির সঙ্গে।’ তিনি বলেন, ‘বাংলার পাশাপাশি আসাম ও ত্রিপুরা রাজ্যেও খেলা হবে।’

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত