ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

মহামারিতে বিশ্বব্যাপী গড় আয়ু কমেছে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮  
আপডেট :
 ২৭ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮

মহামারিতে বিশ্বব্যাপী গড় আয়ু কমেছে
করোনাভাইরাসে মৃত্যু

বিশ্বের বিভিন্ন দেশে নারী ও পুরুষের গড় আয়ু কমে গেছে করোনাভাইরাস মহামারির কারণে। তবে বেশির ভাগ দেশে নারীর তুলনায় পুরুষের গড় আয়ু বেশি কমেছে। খবর রয়টার্সের।

সোমবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক গবেষণায় এমন তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদন জানা যায়, গত বছর গড় আয়ু যে পরিমাণ কমেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর এমনটা হয়নি।

যুক্তরাষ্ট্রে ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে পুরুষদের প্রত্যাশিত গড় আয়ু কমেছে দুই বছরের বেশি। নারীর তুলনায় বেশির ভাগ দেশে পুরুষের প্রত্যাশিত গড় আয়ু কমেছে।

১৫টি দেশে পুরুষের গড় আয়ু এক বছরের বেশি ও ১১টি দেশে নারীদের গড় আয়ু এক বছরের বেশি কমেছে। গত সাড়ে পাঁচ বছরে মৃত্যুহার কমানোয় যে সাফল্য অর্জিত হয়েছিল, করোনার কারণে তা থমকে গেছে।

যুক্তরাষ্ট্রে কর্মজীবী এবং ৬০ বছরের নিচে যাদের বয়স, তাদের মধ্যে মৃত্যুহার বেশি। অন্যদিকে ইউরোপে ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে মৃত্যুহার বেশি।

আরও গবেষণার সুবিধার্থে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোকে মৃত্যুসংক্রান্ত পরিসংখ্যান জানানোর জন্য আহ্বান জানিয়েছেন কাশ্যপ।

বাংলাদেশ জার্নাল/এমএ

  • সর্বশেষ
  • পঠিত