ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

স্কুলের ফি দিতে না পারলেও পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২১, ১৮:০০  
আপডেট :
 ০১ অক্টোবর ২০২১, ১৮:০৭

স্কুলের ফি দিতে না পারলেও পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা

বেসরকারি স্কুলের বেতন মওকুফের দাবিতে দায়ের করা মামলায় অভিভাবকদের জন্য স্বস্তির খবর দিলেন ভারতের কলকাতা হাইকোর্ট।

শুক্রবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়ে, কোনও শিক্ষার্থীর অভিভাবক বেতন না দিলেও শিক্ষার্থীকে স্কুল থেকে বাদ দেয়া যাবে না। এমনকী পরীক্ষায় বসতে দিতে হবে।

শুক্রবার এই মামলার শুনানিতে বেসরকারি স্কুলগুলির পক্ষ থেকে দাবি করা হয়, আদালতের নির্দেশ থাকা সত্বেও বেতন দিচ্ছেন না অভিভাবকরা।

অভিভাবকরা দাবি করছেন, ইতিমধ্যে ৮০ শতাংশ বেতন মিটিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্ধিত বেতন দেওয়া হয়নি।

আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, সমস্ত অভিভাবককে অবিলম্বে ২০২০-২১ শিক্ষাবর্ষের বকেয়ার ৫০ শতাংশ শোধ করতে হবে। এমনকী সরকারি চাকুরেদের সম্পূর্ণ ফি পরিশোধ করা উচিত বলে জানিয়েছে আদালত। তবে লকডাউনে যে সব পরিষেবা স্কুল দিতে পারেনি তার ফি নেওয়া যাবে না বলে জানিয়েছেন বিচারপতিরা।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত