ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইসলামি শরিয়াহ আইন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২১, ১৫:১৩  
আপডেট :
 ১২ অক্টোবর ২০২১, ১৬:২২

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ইসলামি শরিয়াহ আইন
ছবি: সংগৃহীত

দিন দিন আফ্রিকার দেশগুলোতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে ইসলামি শরিয়াহ আইন। উগান্ডাও তার বিপরীত নয়। ২০১৯ সালে দেশটিতে শরিয়াহ আইন চালুর পর মানুষের প্রচলিত আইনের চেয়ে শরিয়াহ আইনেই ভরসা বৃদ্ধি পাচ্ছে। জেলায় জেলায় গঠন করা হয়েছে ইসলামি আদালত।

তুরুস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, উগান্ডার বুগিরি জেলাতেই সবচেয়ে বেশি মুসলিমের বসবাস। সেখানে শরিয়া আদালত ১৪০ মামলা নিষ্পত্তি করেছেন।

উগান্ডার মুসলিম সুপ্রিম কাউন্সিলের মুখপাত্র আশরাফ মুভাওয়ালা বলেন, বর্তমানে শরিয়াহ আদালতে অনেক মামলা রয়েছে। বিচারকরা বেশ ব্যস্ত। এসবই প্রমাণ করে মানুষের আস্থা এই আদালতের প্রতি দিন দিন বেড়ে চলেছে।

একটি ঘটনার উদাহরণ দিয়ে গণমাধ্যমটি জানায়, তিন সন্তানসহ সাফিনা নামুকোসে (৩০) নামে এক মুসলিম নারীকে ফেলে রেখে স্বামী আরেকটি বিয়ে করেন। এ ব্যাপারে তিনি থানায় মামলাও করে সুরাহা পাননি। শেষ পর্যন্ত শরিয়াহ আদালতের দ্বারস্ত হন।এতে সঙ্গে সঙ্গেই বিচার পান ঐ নারী। প্রকাশ্যে ক্ষমা চেয়ে সন্তানসহ প্রথম স্ত্রীর ভরণপোষণের দায়িত্ব নেন স্বামী।

প্রসঙ্গত, ১৯৯৫ সাল থেকে উগান্ডায় চালু হয় সাংবিধানিক আইন। দেশটির চার কোটি ৬০ লাখ মোট জনসংখ্যার ১৩ শতাংশ মুসলিম।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত