ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

ভারতে এক লাফে ২০ শতাংশ বাড়লো করোনা সংক্রমণ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১৫:২৫

ভারতে এক লাফে ২০ শতাংশ বাড়লো করোনা সংক্রমণ
প্রতীকী ছবি

ভারতের দৈনিক কোভিড সংক্রমণ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। গতকাল বুধবার ভারতে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৮২৩ জন। অর্থাৎ বুধবারের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ২০ হাজার ৭৩০ জন। খবর আনন্দবাজার অনলাইন।

আক্রান্তের পাশাপাশি বেড়েছে ভারতের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় সেখানে মারা গেছেন ২৪৬ জন। ভারতের মোট মৃত্যুর অর্ধেকই হয়েছে কেরালায় (১২৩)। মহারাষ্ট্রেও দৈনিক মৃত্যু ৫০-এর আশপাশে। বাকি রাজ্যগুলোতে মৃতের সংখ্যা অনেকটা কম রয়েছে। পুরো মহামারি পর্বে করোনা ভাইরাস ভারতে মোট প্রাণ কেড়েছে ৪ লাখ ৫১ হাজার ৪৩৫ জনের।

তবে দৈনিক আক্রান্ত গত দু’সপ্তাহ ধরে অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে। এর জেরে ভারতে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় প্রায় এক হাজার কমে ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ২ লাখ ৬ হাজার ৫৮৬ জন।

ভারতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। গত কয়েক দিন সে রাজ্যে আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নিচে নামলেও বৃহস্পতিবার তা আবার ১১ হাজার ছাড়িয়েছে। মহারাষ্ট্রে অবশ্য তা আড়াই হাজারের কমই রয়েছে। তামিলনাড়ুতে ১২০০-র ঘরে রয়েছে সংক্রমণ।

পশ্চিমবঙ্গ এবং ওড়িশাতে আক্রান্ত মাসখানেক ধরেই ৬০০ থেকে ৭০০-র ঘরে রয়েছে আক্রান্তের সংখ্যা। তবে কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েক দিনে ৫০০-র কাছাকাছি নেমেছে আক্রান্তের সংখ্যা। কিন্তু মিজোরামে সংক্রমণ কমার কোনও লক্ষণই নেই। গত ২৪ ঘণ্টতেও সেখানে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৮।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত