ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

স্ত্রীকে প্রিন্সিপাল বানাতে প্রতিদ্বন্দ্বী শিক্ষকের সঙ্গে ‘কুস্তি’ লড়লেন স্বামী (ভিডিও)

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১৯:৪২  
আপডেট :
 ১৪ অক্টোবর ২০২১, ২০:০৩

স্ত্রীকে প্রিন্সিপাল বানাতে প্রতিদ্বন্দ্বী শিক্ষকের সঙ্গে ‘কুস্তি’ লড়লেন স্বামী
ছবিটি ভিডিও ফুটেজ থেকে নেয়া।

ভারতের বিহার রাজ্যে স্কুলের প্রিন্সিপাল পদের জন্য এক শিক্ষকের সঙ্গে কার্যত কুস্তি লড়লেন প্রতিদ্বন্দ্বী শিক্ষিকার স্বামী। পরে দুই ব্যক্তি জোর করে তাদের সরিয়ে নেন। শিক্ষা অফিসে ক্যামেরার সামনেই তারা এভাবে লড়াই শুরু করেন।

তাদের কুস্তির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, দুই ব্যক্তির সামনে কুস্তি শুরু করেছেন ওই শিক্ষক ও তার প্রতিদ্বন্দ্বীর স্বামী।

তাদের এ লড়াই স্কুলের প্রিন্সিপাল পদ পাওয়া নিয়ে। একজন নিজে প্রিন্সিপাল হতে চান; অন্যজন তার স্ত্রী যেনো প্রিন্সিপাল হন।

বিহার রাজ্যের রাজধানী শহর পাটনা থেকে দেড়শ কিলোমিটার দূরবর্তী মতিহারিতে শিক্ষা বিভাগের অফিসে তারা এ লড়াই করেন।

লড়াই যারা করছিলেন, তাদের একজন শিবশঙ্কর গিরি; অন্য পুরুষটি হলেন তারই প্রতিদ্বন্দ্বী শিক্ষিকা রিঙ্কি কুমারির স্বামী। তিনি স্ত্রীর পক্ষ হয়ে শিবশঙ্কর গিরির সঙ্গে লড়াই করেন।

বৃহস্পতিবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শিবশঙ্কর গিরি ও রিঙ্কি কুমারি উভয়েই আদাপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রিন্সিপাল পদটি চাইছেন।

শিক্ষা অফিসের একজন স্টাফ জানান, গত তিন মাস ধরে এ দুই শিক্ষক লড়াই করছেন। দুজনের মধ্যে কে বেশি যোগ্য, সেটা প্রমান করতেই এ লড়াই।

ভিডিও দেখতে ক্লিক করুন

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত