ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

‘পাকিস্তানের আফগানিস্তান দখল’

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ১২:৪৭

‘পাকিস্তানের আফগানিস্তান দখল’
ছবি: সংগৃহীত

আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে ‘পাকিস্তানের আফগানিস্তান দখল’ বলে অভিহিত করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ।

শুক্রবার এক টুইটার বার্তায় তিনি এমন মন্তব্য করেন। খবর পার্স টুডে

টুইটার হ্যান্ডলে আম্রুল্লাহ সালেহ লিখেন, পাকিস্তানের আফগানিস্তান দখলের ঘটনা গত দুই মাসে দারিদ্র, সামাজিক অস্থিরতা এবং শরিয়তের নামে নারীদের দাসত্ব ছাড়া আফগানিস্তানকে আর কিছু দিতে পারেনি। এই সময়ে আফগানিস্তানের মূল কূটনীতি কাতারের রাজধানী দোহায় স্থানান্তরিত হয়েছে এবং আফগানিস্তানের সামরিক সিদ্ধান্তগুলো রাওয়ালপিন্ডিতে নেয়া হচ্ছে।

পাকিস্তান যা গিলে ফেলেছে তার চেয়ে আফগানিস্তান অনেক বড় বলেও মন্তব্য করেন সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট। তিনি তালেবান ও পাকিস্তানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আফগান জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে গত ১৫ আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর পাঞ্জশির উপত্যকায় পালিয়ে যান আমরুল্লাহ সালেহ। তবে বর্তমানে তার অবস্থান অজানা হলেও কেউ কেউ বলছেন, সালেহসহ তালেবানবিরোধী আফগানিস্তানের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা তাজিকিস্তানে অবস্থান করছেন।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত