ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘রোল মডেল’: শ্রিংলা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২১, ২১:৩৮

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘রোল মডেল’: শ্রিংলা
হর্ষবর্ধন শ্রিংলা। ছবি: দ্য হিন্দু

ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আন্তর্জাতিক প্রেক্ষাপটে ‘রোল মডেল’।

১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় বিমান বাহিনীর ভূমিকার কথা স্মরণ করে দেয়া বক্তব্যে শনিবার তিনি এ কথা বলেন।

ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দু অনলাইন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি করেছেন সাংবাদিক কল্লোল ভট্টাচার্য।

হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন অন্য যে কোনো কৌশলগত অংশীদারিত্বের চেয়ে গভীর। এটা দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্কের রোল মডেল।’

তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় অদ্ভূত এ বন্ধুত্বের, বোঝাপড়ার ও পারস্পরিক সম্মানের স্পিরিট সম্পর্কের বিভিন্ন ধারায় প্রবাহিত।’

ঢাকায় সাবেক ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা জানান, বাংলাদেশ ভারতের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার এবং দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগি।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত