ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

১০ আফগান নিহতের ঘটনায় যুদ্ধ-আইন লঙ্ঘিত হয়নি: পেন্টাগন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২১, ১৩:৫৩

১০ আফগান নিহতের ঘটনায় যুদ্ধ-আইন লঙ্ঘিত হয়নি: পেন্টাগন
যুক্তরাষ্ট্রের বিমান হামলায় পুড়ে যাওয়া গাড়িটি। ছবি: সংগৃহীত

কাবুলে গত আগস্ট মাসে মার্কিন বিমান হামলায় ১০ বেসামরিক আফগান নিহত হওয়ার ঘটনা ছিল ‘ট্রাজিক ভুল’। তবে এতে যুদ্ধ-আইন লঙ্ঘিত হয়নি। স্থানীয় সময় বুধবার পেন্টাগনের মহাপরিদর্শক এক তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

গত ২৯ আগস্ট কাবুল বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় একটি গাড়ি লক্ষ্য করে ওই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই গাড়িতে আইএসের সদস্যরা রয়েছেন- এমন সন্দেহ থেকে তারা এ হামলা চালিয়েছিল।

হামলায় সাত শিশুসহ ১০ বেসামরিক আফগান নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্রেরই একটি সহায়তা সংস্থায় কাজ করতেন। এ হামলা নিয়ে নিজ দেশের ভেতরেও সমালোচনার মুখে পড়ে মার্কিন বাহিনী।

এ প্রেক্ষাপটে পেন্টগনকে বিষয়টি নিয়ে তদন্ত করতে বলা হয়। তদন্ত শেষ বুধবারই প্রতিবেদনটি প্রকাশ্যে আনেন মার্কিন বিমান বাহিনীর মহাপরিদর্শক লে. জেনারেল সামি সাইদ।

প্রতিবেদনে সামি সাইদ বলেন, ‘যুদ্ধ-আইনসহ তদন্তে কোনো আইনের লঙ্ঘন পাওয়া যায়নি।’ পরে তিনি সাংবাদিকদের বলেন, ‘এটি একটি সৎ ভুল। তবে এটা কোনো অপরাধকর্ম নয়, বেপরোয়া কর্মকাণ্ড নয় বা অবহেলা নয়।’

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত