ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

আফগানিস্তানকে ২ কোটি ৮০ লাখ ডলার দেবে পাকিস্তান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২১, ১৮:২৫  
আপডেট :
 ২৩ নভেম্বর ২০২১, ১৮:৩৩

আফগানিস্তানকে ২ কোটি ৮০ লাখ ডলার দেবে পাকিস্তান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আফগানিস্তানে ওষুধ, খাবার ও মানবিক সহায়তার জন্য ২ কোটি ৮০ লাখ ডলার অনুদান ঘোষণা করেছেন। সেইসঙ্গে তিনি পাকিস্তানের মধ্য দিয়ে আফগানিস্তানে খাদ্যদ্রব্য পাঠানোর একটি ভারতীয় প্রস্তাবেরও অনুমোদন দিয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এ খবর জানিয়েছে। সোমবার ইমরান খান পাকিস্তানের সেনাপ্রধান কমর জাভেদ বাজওয়ার সঙ্গে একটি বৈঠক করেন।

ইসলামাবাদে অনুষ্ঠিত ওই বৈঠকে পাকিস্তান সরকারের পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টাসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকের পর এক বিবৃতিতে আফগানিস্তানে পাকিস্তান সরকারের অনুদান ঘোষণার বিষয়টি জানানো হয়। অনুদানের অর্থ হিসেবে ৫০০ কোটি পাকিস্তানী রুপির কথা উল্লেখ করা হয়েছে, ডলারের হিসেবে যা ২ কোটি ৮০ লাখের সামান্য বেশি।

এ ছাড়া পাকিস্তানে আফগানিস্তানের রফতানি করও কমিয়ে আনার একটি ঘোষণা ওই বিবৃতিতে রয়েছে।

আফগানিস্তানকে মানবিক সহায়তার অংশ হিসেবে ৫০ হাজার টন গম দেবে ভারত। ওই গম পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানে পৌঁছাবে। ইমরান খানের অফিস থেকে দেয়া বিবৃতিতে ওই ঘোষণাও এসেছে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত