ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

রাশিয়ার হামলা মোকাবেলায় ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইউক্রেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ১৬:২০  
আপডেট :
 ২৭ নভেম্বর ২০২১, ১৬:৪২

রাশিয়ার হামলা মোকাবেলায় ‘সম্পূর্ণ প্রস্তুত’ ইউক্রেন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেনস্কি। ছবি: এনডিটিভি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেনস্কি বলেছেন, সীমান্তে রুশ সেনাদের আচরণের মাধ্যমে রাশিয়া ‘খুবই ভয়াবহ’ বার্তা দিচ্ছে। সতর্ক করে তিনি বলেন, সব ধরনের আক্রমণ মোকাবেলা করার জন্য তার সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। শুক্রবার এনডিটিভি অনলাইন এ খবর জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্টের দাবি, রাশিয়ার নাগরিকদের করা একটি অভ্যুত্থান ষঢ়যন্ত্র কিয়েভ (ইউক্রেনের রাজধানী) নস্যাৎ করতে সক্ষম হয়েছে। তবে এ নিয়ে বিস্তারিত জানাননি তিনি।

ইউক্রেনের সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মুখে জেনেনস্কি এ সতর্কবার্তা দিলেন। যুক্তরাষ্ট্র বলছে, এটা ‘সত্যিকার অর্থেই উদ্বেগের বিষয়।’

এ নিয়ে পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর প্রধান জেনস স্টোলটেনবার্গ সতর্ক করে বলেন, ‘যদি রাশিয়া ইউক্রেনের ওপর বল প্রয়োগ করে, তাহলে এর মূল্য দিতে হবে। এর অবশ্যই ফল ভোগ করতে হবে।’

কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেনেনস্কি বলেন, ‘রাশিয়ার পক্ষ থেকে খুবই ভয়াবহ প্রতিক্রিয়া আসছে।’ তিনি বলেন, মস্কো যদি পুুরো সীমান্তে সেনা মোতায়েন করে, তাহলে ইউক্রেনও রাশিয়াকে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত