ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

আরেকটি ‘মাইলফলক’ ছুঁলেন মালালা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২১, ১৮:৪৬  
আপডেট :
 ২৭ নভেম্বর ২০২১, ১৯:০০

আরেকটি ‘মাইলফলক’ ছুঁলেন মালালা
মালালা ইউসুফজাই।

শান্তিতে নোবেল পুরস্কার জেতা পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফজাই জীবনের আরও একটি মাইলফলক ছুঁয়েছেন। যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি উচ্চতর ডিগ্রি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর মালালা এ ডিগ্রি অর্জন করেন। আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণের এ অনুষ্ঠানটি ছিল বেশ বর্ণাঢ্য।

শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ডিগ্রি প্রদানের আনুষ্ঠানিকতায় মালালার পাশে ছিলেন তার স্বামী আসের মালিক; ছিলেন তার বাবা-মাও।

কোভিড-১৯ মহামারির কারণে ডিগ্রি প্রদানের এ আনুষ্ঠানিকতা বিলম্বিত হয়েছিল। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মালালা।

ছবিতে তার পাশে উদযাপনে অংশ নিতে দেখা গেছে আসের মালিককেও। মালালার গায়ে এ সময় ডিগ্রি গ্রহণের ঐতিহ্যবাহী পোশাক দেখা গেছে; মাথায় ছিল টুপিও।

অনুষ্ঠানে মালালার বাবা জিয়াউদ্দিন ইউসুফজাই ও মা তোর পেকাই ইউসুফজাইকও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত