ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

এলডিসি থেকে উত্তরণের সুপারিশ, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২১, ০২:৪৯

এলডিসি থেকে উত্তরণের সুপারিশ, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
ছবি- সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে চূড়ান্তভাবে বাংলাদেশের উত্তরণের খসড়া (রেজুলেশন) গৃহীত হয়েছে। এলডিসি ক্যাটাগরি থেকে পরবর্তী ধাপে (উন্নয়নশীল দেশে) উত্তরণের সব প্রক্রিয়া সম্পন্ন করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এ অভিনন্দন জানানো হয়।

বার্তায় বলা হয়, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ এবং আরও দুটি দেশের উত্তরণে জাতিসংঘ সাধারণ পরিষদ প্রস্তাবের জন্য বাংলাদেশকে অভিনন্দন। সিদ্ধান্তটি কার্যকর হবে ২৪ নভেম্বর ২০২৬।

জাতিসংঘের সুপারিশের ৯ দিনের মাথায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক অভিনন্দন এলো।

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত