ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৮ মিনিট আগে
শিরোনাম

ভারতে আরও একজনের ওমিক্রন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭:২১

ভারতে আরও একজনের ওমিক্রন
প্রতীকী ছবি

ভারতে আরও একজনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। দেশটির গুজরাট রাজ্যে দুইদিন আগে জিম্বাবোয়ে থেকে আসা এক ব্যক্তির দেহে করোনার এ নতুন ধরনের সংক্রমণ ধরা পড়ে।

গুজরাট রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার এনডিটিভির খবরে বলা হয়, ৭২ বছরের ওই ব্যক্তি রাজ্যটির জামনগরের বাসিন্দা। তার করোনা ধরা পড়ার পর তা জ্বীনগত পরীক্ষা চালানোর জন্য পুণের গবেষণাগারে পাঠানো হয়। সেখানেই তার ওমিক্রণ ধরা পড়ে।

গুজরাটের স্বাস্থ্য বিষয়ক কমিশনার জয় প্রকাশ শিভহারি এ খবর নিশ্চিত করেছেন। সব মিলিয়ে ভারতে অন্তত তিনজনের করোনা শনাক্ত হয়েছে।

ভারতে ওমিক্রনের প্রথম হদিশ মেলে কর্নাটকে। এক পুরুষ এবং একজন নারীর দেহে এই ভাইরাস মেলে। গত ২০ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে কর্নাটকে ফিরেছিলেন বছর ৬৬ বছরের ওই পুরুষ। আক্রান্ত নারী একজন স্বাস্থ্যকর্মী।

দক্ষিণ আফ্রিকার ওই ব্যক্তির ওমিক্রন আক্রান্ত হওয়ার রিপোর্ট প্রকাশ্যে আসার পরই ওই সময় বিমান থেকে নামা আরও ৫৭ জনের খোঁজ করা শুরু করে কর্নাটক সরকার। তবে তাদের মধ্যে ১০ জনের কোনো খোঁজ মেলেনি। তাদের মোবাইলও বন্ধ।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত