ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

মহামারির ‘সংকটপূর্ণ অধ্যায়ে’র সমাপ্তি হবে ২০২২-এ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২১, ১৭:৩৮

মহামারির ‘সংকটপূর্ণ অধ্যায়ে’র সমাপ্তি হবে ২০২২-এ
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন, ২০২২ সালে কোভিড-১৯ মহামারির সংকটপূর্ণ অধ্যায়ের সমাপ্তি হবে বলে মনে করেন তিনি। নিউইয়র্ক থেকে প্রকাশিত বিজনেস ইনসাইডার অনলাইন এ খবর জানিয়েছে।

বিল গেটস বলেন, ‘আরও একটি ভবিষ্যদ্বানী করাটা হবে বোকার কাজ। তবে ২০২২ সালের কোনো একটা সময়ে মহামারির চরম অধ্যায়ের সমাপ্তি হবে বলে আমি মনে করি।’

গেটস নোটস ব্লগে প্রকাশিত বার্ষিক পর্যালোচনায় মঙ্গলবার বিল গেটস এসব কথা লিখেছেন।

এ আগে এক ভবিষ্যদ্বানীতে বিল গেটস মহামারি সংকট সহজে কাটবে না বলে মন্তব্য করেছিলেন। তার সাম্প্রতিক এ মন্তব্য আগের মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এর ব্যাখ্যাও দিয়েছেন গেটস।

মার্কিন এ ধনকুবের বলেন, মূলত করোনার ডেল্টা ধরনের কারণেই তিনি অদূর ভবিষ্যতে মহামারি শেষ হবে না বলে মন্তব্য করেছিলেন। কারণ, করোনা টিকার দুই ডোজ নেয়া লোকজনও এ ধরনটিতে ভূগেছিলেন।

বিল গেটস বলেন, ‘ওমিক্রন ধরন যে উদ্বেগজনক- সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই।’

তিনি বলেন, যেভাবে দ্রুত সময়ের মধ্যে নতুন ধরন শনাক্ত হচ্ছে, যেভাবে ভ্যাকসিনের উন্নয়ন হচ্ছে- তার ভিত্তিতেই তিনি ২০২২ সালের মধ্যে করোনা মহামারির সংকটপূর্ণ পরিস্থিতির সমাপ্তি হবে বলে আশা করছেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত