ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

ভারতে আরও দুই টিকা ও অ্যান্টি ভাইরাল ওষুধের অনুমোদন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২১, ১৩:০০  
আপডেট :
 ২৮ ডিসেম্বর ২০২১, ১৩:০৪

ভারতে আরও দুই টিকা ও অ্যান্টি ভাইরাল ওষুধের অনুমোদন
ছবি: এনডিটিভি

করোনা মোকাবেলায় দুটি নতুন টিকা ও একটি ভাইরাসবিরোধী ওষুধের অনুমোদন দিয়েছে ভারত। মঙ্গলবার ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ডিসিজিআই এ অনুমোদন দেয়। খবর এনডিটিভির।

নতুন দুটি টিকা হলো- কোভোভ্যাক্স ও কোরবেভ্যাক্স। আর ভাইরাসবিরোধী ওষুধ হিসেবে মার্কিন কোম্পানি মের্কের তৈরি মলনুপিরাভিরকে অনুমোদন দেয়া হয়েছে।

ডিসিজিআই বলছে, মলনুপিরাভির করোনা আক্রান্ত রোগীদের বিশেষ ক্ষেত্রে ব্যবহার করতে হবে।

টিকা দু’টি ভারতের কেন্দ্রীয় সংস্থার বিশেষজ্ঞ প্যানেলের বিবেচনাধীন ছিল। সোমবারই ওই বিশেষজ্ঞ প্যানেল চূড়ান্ত ছাড়পত্রের জন্য পাঠায়।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্দভিয়া এক টুইটে সোমবার সকালে জানান, কোরবেভ্যাক্স ভারতে নিজ প্রযুক্তিতে তৈরি প্রথম করোনা ভ্যাকসিন।

এর আগে দেশটিতে করোনা মোকাবেলায় ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড অনুমোদন পায় এবং ব্যবহার হয়ে আসছিল।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত