ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

মিয়ানমার সফরে এসে বিক্ষোভের মুখে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২২, ১৪:০৭

মিয়ানমার সফরে এসে বিক্ষোভের মুখে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী
বিমানবন্দরে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। ছবি: আল জাজিরা

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন মিয়ানমার সফরে এসেছেন। সফরকালে তিনি দেশটির সেনাপ্রধান মিন অং হল্যাইংয়ের সঙ্গে বৈঠক করবেন।

গত বছরের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনাবাহিনী ক্ষমতায় আসার পর এটা দেশটিতে বিদেশের কোনো সরকারপ্রধানের বিরল সফর।

শুক্রবার আল জাজিরার খবরে বলা হয়, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনের এ সফরকে ঘিরে মিয়ানমারে বিক্ষোভ দেখিয়েছেন গণতন্ত্রপন্থীরা। সেইসঙ্গে বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো কম্বোডিয়ার নেতার এ সফরের সমালোচনা করেছে।

বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে তিনি বিমানে করে মিয়ানমারের রাজধানী নে পি দোতে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটির সামরিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী উননা মঙ।

বিমান থেকে নামার পর তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। সেইসঙ্গে সেনা সদস্যরা তাকে সম্মাননা গার্ড প্রদান করেন।

গত বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারে অং সান সু চি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে দেশটির সামরিক বাহিনী। এর পর থেকেই দেশটিকে আন্দোলন-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সু চি সমর্থকরা।

এসব বিক্ষোভে গুলিতে এক হাজারের বেশি গণতন্ত্রপন্থী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে কিশোর-কিশোরীরাও রয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত