ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

করোনায় নেপালে স্কুল বন্ধ, সমাবেশ নিষিদ্ধ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২২, ১৮:২৩  
আপডেট :
 ১১ জানুয়ারি ২০২২, ১৮:২৭

করোনায় নেপালে স্কুল বন্ধ, সমাবেশ নিষিদ্ধ
নেপালের একটি স্কুলে শিক্ষার্থীদের টিকা দেয়া হচ্ছে। ছবি: আল জাজিরা।

নেপালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সব ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। সেইসঙ্গে তিন সপ্তাহের জন্য দেশটিতে স্কুল বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

নেপাল সরকারের কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার আল জাজিরা এ খবর জানায়।

নেপালে সোমবার ১ হাজার ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়, যা গত সেপ্টেম্বরের পর একদিনে সর্বোচ্চ। পুরো মহামারি পর্বে দেশটিতে ৮ লাখ ৩৩ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত করোনায় নেপালে প্রাণ গেছে ১১ হাজার ৬০৬ জনের।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র প্রদীপ কুমার কৈরালা জানান, রাজনৈতিক সভা বা ধর্মীয় সমাবেশে একসঙ্গে ২৫ জনের বেশি মানুষের উপস্থিতি নিষিদ্ধ করা হয়েছে।

একইসঙ্গে আরও কিছু নিষেধাজ্ঞার বিষয়ে জানান প্রদীপ কুমার কৈরালা। তিনি বলেন, ‘আগামী ২১ জানুয়ারি থেকে হোটেল, রেস্টুরেন্ট, সিনেমা হল এবং অফিসগুলোতে প্রবেশের ক্ষেত্রে করোনা টিকা নেয়ার সনদ দেখাতে হবে।’

নেপালের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দীপক শর্মা বলেন, ১২ থেকে ১৭ বছরের স্কুল শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি অব্যহতভাবে চলবে।

তিনি জানান, একজন শিক্ষার্থী এ টিকা কখন নেবেন, তা তার স্কুল থেকেই জানানো হবে।

এর আগে গত সপ্তাহে ওমিক্রনের জেরে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়াকে কেন্দ্র করে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলে নেপাল সরকার।

সেইসঙ্গে হাসপাতালে পর্যান্ত অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রাখা এবং স্টাফদের প্রস্তুত রাখতে বলে সরকার।

নেপালে এ পর্যন্ত ২৭ জনের করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। তবে ওমিক্রনে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত