ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

এখনই মহামারির শেষ দেখছেন না হু প্রধান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৩:৩১  
আপডেট :
 ১৯ জানুয়ারি ২০২২, ১৩:৫১

এখনই মহামারির শেষ দেখছেন না হু প্রধান
টেড্রস আদানম গেব্রেয়েসুস।

কোভিডের সংক্রমণ বৃদ্ধির মধ্যেও বিশেষজ্ঞদের একাংশ বলছিলেন, ওমিক্রনেই হয়তো শেষ হয়ে যেতে পারে করোনা। কিন্তু সেই সম্ভাবনাকে কার্যত উড়িয়ে দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধান টেড্রস আদানম গেব্রেয়েসুস।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) এক বার্তায় গেব্রেয়েসুস বলেন, ‘ওমিক্রন এখনও পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং আমি সে সব দেশগুলোকে নিয়ে চিন্তিত যেখানে এখনও একটি বড় সংখ্যক মানুষ টিকা পাননি। আর যারা টিকা পাননি তাদের অসুস্থতার তীব্রতা ও মৃত্যুর আশঙ্কা বহুলাংশে বেশি।’ খবর আনন্দবাজার অনলাইনের।

পাশাপাশি হু প্রধানের সতর্কবার্তা, অন্য ধরনগুলো থেকে তীব্রতা কম হলেও ওমিক্রন মৃদু- এই ধারণা একেবারেই ভ্রান্ত। ওমিক্রনেও হাসপাতালে ভর্তি বাড়ছে, ঘটছে মৃত্যুও।

হু-এর তথ্য বলছে, এখনও বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে গড়ে ৪৫ হাজার মানুষ মারা যাচ্ছেন কোভিড সংক্রমণে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত