ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

‘ধর্ম অবমাননা’র দায়ে কারাভোগসহ মৃত্যুদণ্ড নারীর

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ০২:০৬  
আপডেট :
 ২০ জানুয়ারি ২০২২, ০২:১৪

‘ধর্ম অবমাননা’র দায়ে কারাভোগসহ মৃত্যুদণ্ড নারীর
ছবি- প্রতীকী

হোয়াটসঅ্যাপ দেয়া একটি স্ট্যাটাসই নিজের মৃত্যুর কারণ হলো পাকিস্তানের এক মুসলিম নারীর। হোয়াটসঅ্যাপে দেয়া স্ট্যাটাসে ‘ধর্ম অবমাননা’ করার দায়ে ঐ নারীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত।

বার্তা সংস্থা এজেন্সি ফ্রান্স প্রেসের (এএফপি) এক খবরে বলা হয়, অনিকা আতিক (২৬) নামের ঐ নারীকে ‘ধর্ম অবমাননা’ করার দায়ে শাস্তিস্বরূপ মৃত্যুদণ্ডের পাশাপাশি ২০ বছরের জেলও দেয়া হয়েছে। রাওয়ালপিন্ডির একটি আদালত বুধবার এই রায় দিয়েছে।

আদালতের পক্ষ থেকে বলা হয়, অনিকা ঐ স্ট্যাটাস দেয়ার পর তার এক বন্ধু তাকে সেটি সরিয়ে ফেলতেও বলেন। তবে সে ঐ পরামর্শ না মেনে উল্টো স্ট্যাটাসটি সেই বন্ধুর কাছেই পাঠিয়ে দেয়।

এরপরই ‘ধর্ম অবমাননা’ হয় হোয়াটসঅ্যাপে এমন স্ট্যাটাস দিয়েছেন তিনি, এই অভিযোগে ২০২০ সালের মে মাসে ঐ নারীকে গ্রেপ্তার করা হয়।

যুক্তরাষ্ট্রের কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের তথ্যমতে, ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে প্রায় ৮০ জন কারাগারে বন্দী আছেন। তাদের মধ্যে অর্ধেক যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। দেশটিতে এই অপরাধের সরবোচ্চ শাস্তিই মৃত্যুদণ্ড।

বাংলাদেশ জার্নাল/এসএস

  • সর্বশেষ
  • পঠিত