ঢাকা, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

‘ব্লাসফেমি’: পাকিস্তানে নারীর মৃত্যুদণ্ড

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২২, ১৭:২৪

‘ব্লাসফেমি’: পাকিস্তানে নারীর মৃত্যুদণ্ড
রায়কে কেন্দ্র করে রাওয়ালপিন্ডি আদালতের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়। ছবি: আল জাজিরা

‘ব্লাসফেমি’র দায়ে এক মুসলিম নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে পাকিস্তানের একটি আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, ইসলামের নবী হযরত মুহাম্মদ (সা.) ও তার এক স্ত্রীকে অবমাননা করে প্রকাশিত কিছু ছবি তিনি হোয়াটস অ্যাপে শেয়ার দিয়েছিলেন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় রাওয়ালপিন্ডির একটি আদালত বুধবার এ রায় ঘোষণা করে। রায়ে দেশটির কঠোর ব্লাসফেমি আইনের আওতায় অনিকা আতিক নামের ওই নারীকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

পাকিস্তানের আইনে মহানবীকে অবমাননার নূন্যতম শাস্তি মৃত্যুদণ্ড।

রায়ে বিচারক আদনান মুস্তাক বলেন, ‘যেসব ব্লাসফেমিমূলক বিষয় অভিযুক্ত নারী তার স্ট্যাটাসে (হোয়াটস অ্যাপের ম্যাসেজিং প্লাটফর্মে) ও ম্যাসেজে শেয়ার করেছেন, ছড়িয়ে দিয়েছেন, যা আমাদের কাছে অভিযোগকারী পাঠিয়েছেন, তা একেবারেই অগ্রহণযোগ্য; এটা মুসলিমদের পক্ষে সহ্য করার মতো নয়।’

দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন ছিল। ২০২০ সালে যখন প্রথম অনিকা আতিকের নামের মামলা হয়, তখন তিনি দোষী সাব্যস্ত হননি।

আদালতকে দেয়া এক বক্তব্যে আতিক তার অভিযোগকারী হাসনাত ফারুক সম্পর্কে বলেন, তার প্রতি (ফারুক) বন্ধু ভাবাপন্ন হতে প্রত্যাখ্যান করায় তিনি ইচ্ছাকৃতভাবে ধর্মীয় বিষয়ে আলোচনায় তাকে টেনে নিয়েছিলেন।

তারা দুজন অনলাইনে একাধিক খেলোয়াড়ের অংশগ্রহণে করা একটি খেলার মাধ্যমে পরিচিত হয়েছিলেন। পরে তারা হোয়াটসঅ্যাপে কথাবার্তা শুরু করেন।

অনিকা আতিক বলেন, প্রতিশোধ নিতেই তাকে ইচ্ছাকৃতভাবে ধর্মীয় আলোচনায় টেনে নেয়া হয়েছিল। পরে তার বিরুদ্ধে মামলা হয়।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত