ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

যাত্রী পরেননি মাস্ক, মাঝপথ থেকে ফিরে গেলো বিমান

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ১৩:১৫

যাত্রী পরেননি মাস্ক, মাঝপথ থেকে ফিরে গেলো বিমান
প্রতীকী ছবি: এনডিটিভি

যুক্তরাষ্ট্রের মিয়ামি থেকে লন্ডনের পথে রওয়ানা করেছিলো একটি যাত্রীবাহী বিমান। বৃহস্পতিবার বিমানটি মাঝআকাশ থেকে আবার মিয়ামিতেই ফিরে গেছে।

বিমান পরিবহন কর্তৃপক্ষ বলছে, বিমানে থাকা এক যাত্রী কোভিড ঠেকাতে নির্দেশিত মাস্ক পরতে অসম্মতি জানানোয় তারা এ সিদ্ধান্ত নিয়েছিলেন।

তারা বলছে, ‘এক যাত্রী মাস্ক পরতে প্রত্যাখ্যান করার কারণে আমেরিকান এয়ারলাইনস সেবার ফ্লাইট ৩৮ মিয়ামি থেকে লন্ডনে যাওয়ার পথে আবারও মিয়ামিতে ফিরে গেছে।’

বোয়িং ৭৭৭ ফ্লাইটটিতে যাত্রী ছিলেন ১২৯ জন; ক্রুর সংখ্যা ছিল ১৪। এটি মিয়ামিতে ফিরে আসাকে কেন্দ্র করে বিমানবন্দরে অপেক্ষায় ছিল মিয়ামি পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, বিমানটি অবতরণের পর পরই ওই যাত্রীকে কোনো কিছু না বলেই পুলিশ তাদের সঙ্গে নিয়ে যায়।

আমেরিকান এয়ারলাইনস বলছে, এ ঘটনায় অধিকতর তদন্তের আগে ওই যাত্রীর বিমানে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান পরিবহন কর্তৃপক্ষ ২০২১ সালের জানুয়ারিতে জানিয়েছিল, তারা অভ্যন্তরীণ ফ্লাইটের ক্ষেত্রে মাস্ক পরাটা বাধ্যতামূলক করেছেন। এ নীতি অমান্যকারীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত