ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৭ মিনিট আগে
শিরোনাম

বুলগেরিয়া-রোমানিয়া থেকে সেনা প্রত্যাহারের রুশ দাবি প্রত্যাখ্যান ন্যাটোর

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ জানুয়ারি ২০২২, ১৩:৫৬  
আপডেট :
 ২২ জানুয়ারি ২০২২, ১৪:৫৮

বুলগেরিয়া-রোমানিয়া থেকে সেনা প্রত্যাহারের রুশ দাবি প্রত্যাখ্যান ন্যাটোর
ছবি: সংগৃহীত

ন্যাটো তার (ইউরোপের) পুর্বাঞ্চলীয় সদস্য বুলগেরিয়া ও রোমানিয়া থেকে সেনা প্রত্যাহারের রুশ দাবি প্রত্যাখ্যান করেছে।

যুক্তরাষ্ট্রের সাথে মস্কোর আলোচনার আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেনা প্রত্যাহারের এ দাবি জানিয়ে ওয়াশিংটনের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা চেয়েছিলেন।

এ প্রেক্ষিতে ন্যাটোর নারী মুখপাত্র ওয়ানা লুংগেসকো শুক্রবার বলেন, ‘ন্যাটো একে অপরকে রক্ষা ও সমর্থনে তার সক্ষমতা পরিত্যাগ করবে না। রুশ দাবির কারণে ন্যাটোতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সদস্যপদ তৈরি হবে। এটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সেনা জড়ো করলে পশ্চিমা বিশ্বসহ যুক্তরাষ্ট্রের অভিযোগ, মস্কো কিয়েভে হামলা চালানোর পরিকল্পনা করছে।

কিন্তু রাশিয়া দাবি করেছে, আত্মরক্ষার স্বার্থে তারা সীমান্তে সেনা সমাবেশ করেছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার তীব্র উত্তেজনা চলছে।

এদিকে রোমানিয়ায় বর্তমানে এক হাজার মার্কি সেনার উপস্থিতি রয়েছে। তবু দেশটি বলেছে, তারা আরও সৈন্যকে স্বাগত জানাতে প্রস্তুত। বুলগেরিয়াও রুশ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, এটি অগ্রহণযোগ্য। সূত্র: বাসস।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত