ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২২ মিনিট আগে
শিরোনাম

হন্ডুরাসের কংগ্রেসে হাতাহাতি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২২, ০৫:৪২

হন্ডুরাসের কংগ্রেসে হাতাহাতি
ছবি- সংগৃহীত

হন্ডুরাসের নব নির্বাচিত প্রেসিডেন্ট জিওমারা ক্যাস্ট্রোর দলের সদস্যদের মধ্যে বিরোধ সহিংস রূপ ধারণ করায় হন্ডুরাসের কংগ্রেসে আইনপ্রণেতাদের মধ্যে হাতাহাতি হয়েছে।

শুক্রবার কংগ্রেসে ২০ জন বিদ্রোহী সদস্য তাদের সহযোগীদের মধ্যে একজন হোর্হে ক্যালিক্সকে অস্থায়ী সভাপতি হিসাবে প্রস্তাব করার পর বামপন্থী লিবার পার্টির বিধায়করা প্রতিবাদে শুরু করেন।

ক্যাস্ট্রোর অনুগতরা দাবি করেছেন, এটি লিবার জোটের অংশীদারের সাথে সম্পাদিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।

ক্যালিক্সের শপথ নেয়ার সময় ক্ষুব্ধ লিবার বিধায়করা "বিশ্বাসঘাতক!" এবং "জিওমারা!" স্লোগান দিতে দিতে জোর করে পোডিয়ামের দিকে অগ্রসর হন, এরপর কিল ঘুষি এবং ধাক্কাধাক্কি শুরু হলে তিনি পালিয়ে যান।

গত নভেম্বরে নির্বাচিত হওয়ার পর এটি ছিল ১২৮ সদস্যের কংগ্রেসের প্রথম অধিবেশন। সূত্র- ভিওএ

বাংলাদেশ জার্নাল/এমজে

  • সর্বশেষ
  • পঠিত