ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ভারতে বেড়েছে করোনা সংক্রমণের হার, শনাক্ত ৩ লাখের বেশি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১১:৩৭

ভারতে বেড়েছে করোনা সংক্রমণের হার, শনাক্ত ৩ লাখের বেশি
প্রতীকী ছবি

ভারতে করোনা শনাক্ত কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬ হাজার ৬৪ জন।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের বরাত দিয়ে সোমবার আনন্দবাজার অনলাইন এ খবর জানিয়েছে।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ৩২৮।

আক্রান্তের সংখ্যা কমলেও গত ২৪ ঘণ্টায় বেড়েছে দৈনিক সংক্রমণের হার। ১৭ শতাংশ থেকে বেড়ে গত ২৪ ঘণ্টায় তা হয়েছে ২০ দশমিক ৭৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষাও হয়েছে গত কয়েক দিনের তুলনায় কিছুটা কম।

আক্রান্তের সঙ্গে সঙ্গে কমেছে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ভারতে প্রাণ গেছে ৪৩৯ জনের।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, পুরো মহামারি পর্বে ভারতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ হাজার ৮৪৮ জনের।

দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করার পর থেকেই ভারতে বাড়তে শুরু করেছে সক্রিয় রোগীর সংখ্যা। কিন্তু ভারতজুড়ে কোভিড আছড়ে পড়তেই তা বেড়েছে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগী রয়েছে ২২ লক্ষ ৪৯ হাজার ৩৩৫ জন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত