ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৭ মিনিট আগে
শিরোনাম

সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা, বাংলাদেশিসহ কয়েকজন আহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৩:৪৮  
আপডেট :
 ২৪ জানুয়ারি ২০২২, ১৪:৪৩

সৌদিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা, বাংলাদেশিসহ কয়েকজন আহত
সৌদি আরবের একটি শিল্প এলাকায় এ হামলা হয়েছে। ছবি: সৌদি গ্যাজেট

সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

রোববার সৌদি আরব নেতৃত্বাধীন আরব জোট জানিয়েছে, দেশটির যাজান প্রদেশের আহাদ আল-মাসারিহাহ শিল্প এলাকায় চালানো ওই হামলায় বাংলাদেশিসহ কয়েকজন আহত হয়েছেন।

সৌদি আরব থেকে প্রকাশিত সৌদি গ্যাজেট অনলাইন এ খবর জানিয়েছে।

আহতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সুদানের নাগরিক রয়েছেন।

সৌদি জোটের পক্ষ থেকে বলা হয়, ‘বিদ্বেষপূর্ণ’ ও ‘নির্মম’ ওই ক্ষেপণাস্ত্র হামলায় একটি ওয়ার্কসপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানে কাজ করা বাংলাদেশি ও সুদানের নাগরিকরা আহত হয়েছেন।

তারা গুরুতর আহত হননি বলেও জোটের বিবৃতিতে জানানো হয়েছে। এ হামলার কঠোর জবাব দেয়ার ঘোষণাও দেয়া হয় জোটের বিবৃতিতে।

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে শিল্প এলাকায় বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের চালানো এটা তৃতীয় হামলা।

সৌদি জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তত দুটি ড্রোন হামলা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নস্যাৎ করতে সক্ষম হয়েছে।

ছয় বছরের বেশি সময় ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করে যাচ্ছে।

এ জোটে সৌদি আরব ছাড়াও রয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আমিরাতের সরকারি সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্সের খবরে বলা হয়, তারাও হুথি বিদ্রোদের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে।

আমিরাতের রাজধানী আবু ধাবির বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে এ হামলায় সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দেশটির কয়েকটি সংবাদমাধ্যম জানায়, ভোর রাতের (৪টা ৩০ মিনিট) দিকে আকাশে আলোর ঝলকানি প্রত্যক্ষ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থায় আঘাত হানার পর তা ধ্বংস হলে রাতের আকাশে আলোর ঝলকানি দেখা যায়।

এর আগে গত সোমবার আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথি বিদ্রোহীরা। এতে অন্তত তিনজন নিহত হন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত