ঢাকা, সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১ আপডেট : ২০ মিনিট আগে
শিরোনাম

ইতিহাস গড়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারক আয়েশা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৭:০১

ইতিহাস গড়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারক আয়েশা
আয়েশা মালিক।

পাকিস্তানে সুপ্রিম কোর্টের প্রথম নারী বিচারক হিসেবে শপথ নিয়েছেন আয়েশা মালিক। সোমবার দেশটির রাজধানী ইসলামাবাদে এক অনুষ্ঠানে তিনি এ শপথগ্রহণ করেন।

আল জাজিরার খবরে এটাকে পাকিস্তানের ইতিহাসে ‘ঐতিহাসিক ঘটনা’ বলে উল্লেখ করা হয়েছে। কারণ, দেশটিতে এমন কিছু আইন আছে, যা নারীদের ক্ষমতায়ন ও অধিকার সুরক্ষার ক্ষেত্রে বাধা বলে মনে করা হয়।

শপথ গ্রহণের আগে ৫৫ বছরের আয়েশা মালিককে সুপ্রিম কোর্টে তার ১৬ সহকর্মীর সঙ্গে বসে থাকতে দেখা গেছে।

আইনজীবী ও নারী অধিকার কর্মী নিঘট দাদ বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘এটা একটা বড় ধরনের অগ্রগতি।’ তিনি বলেন, ‘পাকিস্তানের বিচার বিভাগের ইতিহাসে এটা নতুন ইতিহাস।’

সোমবার তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ গ্রহণ করেন।

পাকিস্তান সুপ্রিম কোর্টের বিচারক আয়েশা লেখাপড়া করেছেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ে। গত দুই দশক ধরে লাহোরে হাইকোর্টের বিচারক হিসেবে তিনি দ্বায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত