অস্ট্রেলিয়ান শিশু অপহরণকারী মাফ চাওয়া অবাক করেছে সবাইকে
আন্তার্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ২০:১০ আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২০:১৫

অস্ট্রেলিয়ায় একটি চার বছরের শিশু কন্যাকে অপহরণ করেছিলেন ট্যারেন্স ডেলি ক্যারি নামের এক ব্যক্তি। এরপর শিশুটিকে খুঁজে বের করতে দেশটির পুলিশের ১০০ সদস্যের একটি দল কাজ করে । পরে অপহরণের ১৮ দিন পর অপহরণকারীকে গ্রেপ্তারসহ শিশু ক্লিও স্মিথকে উদ্ধার করা হয়। সূত্র বিবিসি।
|আরো খবর
এদিকে সোমবার দেশেটির জেলা পার্থ এর আদালতে ওই অপহরণকারী নিজেকে দোষী হিসেবে শিকার করে তার অপরাধের জন্য মাফ চেয়েছেন। বিষয়টি অবাক করেছে সেখানে উপস্থিত সবাইকে।
জানা গেছে, গত ১৬ অক্টোবর শিশুটিকে নিয়ে তার বাবা-মা ক্যাম্পেইনে গিয়েছিলেন। সেখানে তাবুতে ঘুমাচ্ছিল শিশুটি। সেখান থেকেই শিশুটিকে অপহরণ করে ক্যাম্পেইনের স্থান থেকে ১০০০ কিলোমিটার দূরে নিজ বাড়িতে নিয়ে যায় অপহরণকারী।
শিশুটির পরিবার বলছে, তারা খুবই আনন্দিত তাদের শিশুটিকে ফিরে পেয়ে।
বাংলাদেশ জার্নাল/পিএল